সারা দেশ

ওষুধ কিনে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ওষুধ কিনে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটে রোববার রাতে রাসমেলা নদীর পাড়ে। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মেয়েটি সন্ধ্যায় ওষুধ কিনে দাসিয়ারছড়ার টনকারমোড় বাজার থেকে আসার সময় ধর্ষণকারীরা তার পিছু নেয়। পরে সে রাসমেলা নদীর পাড়ে এলে ওই এলাকার আলম মিয়ার ছেলে সোহাগ, রফিকুল ইসলাম অপুর ছেলে ময়নাল ইসলাম ও মজিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান তাকে ধর্ষণ করে।

মেয়েটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content