লাইফ স্টাইল

নারীদের মানসিক সুস্থতায় মাইন্ড কেয়ার সল্যুশন চালু

ত্বকের সৌন্দর্যের পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মত নারীদের মানসিক সুস্থতায় ‘মাইন্ড কেয়ার সল্যুশন’ নামে নতুন সেবা চালু করলো বায়োজিন কসমেসিউটিক্যালস। এটি মেয়েদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে সহায়তা করার জন্য তৈরি করেছে বায়োজিন।

সোমবার (২৭ নভেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বায়োজিন জানায়, মিরপুর ও ধানমন্ডি ব্র্যাঞ্চে বিনামূল্যে চালু আছে এবং পরবর্তীতে দেশজূড়ে ১৪ টি ব্রাঞ্চে সেবাটি চালু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োজিন কসমেসিউটিক্যালসের ‘মাইন্ড কেয়ার সল্যুশন’ এদেশের মেয়েদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়াতে এবং সমস্যাগুলোকে দূর করতে সহায়তা করবে।

এ ব্যাপারে বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক বলেন, “আমরা মনে করি সামগ্রিক সুস্থতার জন্য মাইন্ড কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, ত্বকের পাশাপাশি বাংলাদেশের মেয়েদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

আরও খবর

Sponsered content