রাজনীতি

কুমারখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার বাদ জোহর শহরতলীর বাটিকামারা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনের নমিনী মাওলানা মুফতি আমীর হামজা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুনুর রশিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দিন জোয়াদ্দার ও কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলী।

মাহফিলে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহঃ সেক্রেটারী সোহরাব উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী কামরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবুল আহসান শমসের, জামায়াত নেতা মাওলানা আঃ হাকিম, পৌর আমির এ্যাডঃ রবিউল ইসলাম.ছাত্রনেতা রিয়াদ মাহমুদ প্রমুখ।

মহাফিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মিদের ব্যাপক উপস্থিতি ছিলো। মাহফিল বক্তারা বলেন, আপনারা যদি দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিন। আমাদের দলের কেউ দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই।

আরও খবর

Sponsered content