কুষ্টিয়ার কুমারখালী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিলটি কুমারখালী ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। প্রচুর নেতা কর্মীদের উপস্থিতিতে শহরে অঅলোড়ন উঠে।
উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
উপজেলা নজামায়াতের সেক্রেটারী মামুনুর রশিদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের এমপি নমিনী আফজাল হোসাইন। আরো বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সভাপকত মাওলানা জুলফিকার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাৗলানা সামুদ্দিন আহমেদ, কামরুজ্জামান মিয়া, পৌর আমির রবিউল ইসলাম প্রমূখ।
বক্তারা জানান, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জামায়াত ঘোষিত ৫ দফা দাবি আদায়ের জন্য এই আন্দোলন আরো বেগবান করা হবে।