বিনোদন

মণিহার সিনেমা হল ৪২ বছর পর ভেঙে ফেলার উদ্যোগ

যশোরের ঐতিহ্যবাহী ও দেশের বৃহত্তম মণিহার সিনেমা হল ৪২ বছর পর ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এ হলের নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ। একসময় ঢালিউডের প্রধান কেন্দ্র হিসেবে খ্যাত এই হল আন্তর্জাতিক দর্শকদেরও টেনেছিল। তবে বর্তমানে দর্শক সংকট ও ব্যবসায়িক মন্দার কারণে হলটি ভেঙে মার্কেটের অংশ হিসেবে আবাসিক হোটেল তৈরির পরিকল্পনা করছেন মালিক জিয়াউল ইসলাম মিঠু। আপাতত কলকাতার সিনেমা দেখানো হলেও দর্শক না থাকায় সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে শুধু ‘মণিহার’ সিনেপ্লেক্স চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।

আরও খবর

Sponsered content