5 September 2025 , 8:02:59 প্রিন্ট সংস্করণ
মাহমুদ শরীফ :
কুমারখালী উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক (৫৪৬), সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান (৪২৩) এবং সাংগঠনিক সম্পাদক মো. রাসেল উদ্দিন বাবু (৫৯৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে ১১টি ইউনিয়ন কমিটির ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৭৫ তাদের নেতা নির্বাচন করতে ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে অপর প্রার্থী হাফিজুর রহমান হাফিজ পান ২২৭ ভোট। এখানে ২টি ভোট নষ্ট হয়।
সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ শাতিল মাহমুদ ২৭০ ভোট পান। অন্য প্রার্থী খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন পেয়েছেন ৭৫ ভোট। এখানেও নষ্ট হয়েছে ৭টি ভোট।
৫ সেপ্টেম্বর শুক্রবার উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনার মধ্য দিয়ে শহরেরর এম এন মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলের অত্র নির্বাচনে ২জন সভাপতি, ৩ জন সাধারন সম্পাদক ও ৪ জন সাংগঠনিক পদে প্রতিদ্বন্দিতার লড়াইয়ে নেমেছিলেন।
সাধারণ জনগন বেশ উপভোগ করেছেন দীর্ঘ কয়েক বছর পরে অনুষ্ঠিত নির্বাচনটি। আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া -৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নে এই নির্বাচন প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোস্যাল মিডিয়ায় বিজয়ীদের অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছেন নেতা কর্মীরা।





