নিজস্ব প্রতিনিধি:
কুমারখালী সাহিত্য সংসদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কবিতা/ছড়া পাঠ ও আলোচনা। ২২ আগষ্ট শুক্রবার বিকেলে সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি যাদুঘর মুক্ত মঞ্চে এই সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। কবি রহমান আজিজের সভাপতিত্বে ও মাহমুদ শরীফের সঞ্চালনায় আসরে ২০জন লেখক লেখা পাঠ করেন। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি লিটন আব্বাস।
কুমারখালী সাহিত্য সংসদের তৃতীয় এই সাহিত্য আসরে স্বরচিত কবতিা পাঠ করেন- কবি মাসুদ সিদ্দিক, ফজলুল হক, মেহেদী হাসান টিটু, রহমান আজিজ, শেখ মোঃ শাহজাহান সিরাজ, ইমাম উদ্দিন আহমেদ ইমন, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবীর বাবলু, বিজয় গোবিন্দ কর, বিকাশ বিশ্বাস, মাহমুদ শরীফ, তুষার রেজা, কাজী সাইফুল, আমজাদ হোসেন।