আন্তর্জাতিক

কুমারখালীতে শেষ হলো আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন ভারতের রচিশনু দত্ত

কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্টান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগতা। বাংলাদেশী পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়– কাজী মোতাহার হোসেনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি, মাদক ও স্মার্টফোন অপব্যবহার মুক্ত সমাজ গঠনের লক্ষে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকায় এমন প্রতিযোগিতার আয়োজন করে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন। এতে ভারতের চারজন, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৫৪ জন নানাবয়সি দাবাড়ু অংশগ্রহণ করেন। খেলায় প্রথম স্থান অর্জন করেছেন ভারতরের রচিশনু দত্ত। এছাড়াও অনুর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে প্রথম রাজশাহীর সপ্তম শ্রেণির ছাত্র এস এম ফারাবী। গতক শনিবার (২ আগষ্ট) রাতে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহন। বিকেলে সরেজমিন দেখা যায়, একটি কক্ষে বসেছে ২৭ সেট দাবা। এতে নানাবয়সি দেশী- বিদেশী দাবাড়ু খেলা করছেন। খেলা দেখতে ভিড় করেছেন উৎসুক জনতা ও খেলোয়ারদের স্বজনরা। গ্রামে দাবা খেলার প্রচলন বৃদ্ধি, মাদক ও স্মার্টফোন অপব্যবহার মুক্ত সমাজ গঠন এবং বিশিষ্ট দাবাড়– কাজী মোতাহার হোসেনের স্মৃতি ধরে রাখার লক্ষে এমন দাবার আয়োজন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম মোহন। তিনি বলেন, এতে দেশ ও বিদেশ থেকে ৫৪ জন নানাবয়সি খেলোয়ার অংশ নিয়েছেন। ভবিষ্যতে আরো বড় আয়োজন করা হবে। উল্লেখ্য, যে পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও দাবাড়– কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালের ৩০ জুলাই তৎকালীন নদীয়া জেলা কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী লক্ষীপুর এলাকায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৯ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন।

আরও খবর

Sponsered content