রাজনীতি

কুষ্টিয়ায় “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাশেদুজ্জামান রিমন :

কুষ্টিয়ায় ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ”। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ায় অবস্থিত আবরার ফাহাদ স্টেডিয়ামের সংলগ্ন মাঠে স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজনুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক জানান, এই স্মৃতি স্তম্ভ শুধু জুলাই শহীদদের স্মরণেই নয়, নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সত্য প্রকাশ। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ আগামী প্রজন্মের প্রেরণার উৎস হিসেবেও কাজ করবে। স্মৃতি স্তম্ভের পাশে ১৫টি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হবে বলেও জানান তিনি। শেষে সবাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

আরও খবর

Sponsered content