এক্সক্লুসিভ

বাবা দিবসে শেখ সাদীর পোস্ট-

সাদিক আরমান :
আজ ১৫জুন, বিশ্ব বাবা দিবস।  কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান, যুবকদের আইডল মোঃ শেখ সাদী এদিনে বাবাকে নিয়ে একটি পোস্ট করেছেন ফেসবুকে। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
  “বাবা” মানে ভরসা, নির্ভরতা, নিঃশব্দ ভালোবাসা আর আত্মত্যাগের এক অনন্য প্রতিচ্ছবি। যিনি নিজের সব স্বপ্নকে পিছনে ফেলে সন্তানের স্বপ্নপূরণে নিজের জীবন উৎসর্গ করেন। যার ঘামে, যার শ্রমে, সংগ্রামে গড়ে ওঠে আমাদের ভবিষ্যতের ভিত।
আজ বিশ্ব বাবা দিবসে, গভীর শ্রদ্ধা ও অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই সেই সকল বাবাদের, যাঁরা নিঃশব্দে, নীরবে, প্রতিদিনের কঠোর পরিশ্রমে সন্তানদের জীবনের জন্য আমৃত্যু লড়াই করে যান।
একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বাবার কাছ থেকেই শিখেছি- দায়িত্ববোধ, ন্যায়বিচার এবং অসাহায়-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা। বাবা ছিলেন আমার জীবনের প্রথম আদর্শ, আমার জীবনের পথপ্রদর্শক।
শুভ বাবা দিবস।
শেখ সাদী
১৫.০৬.২০২৫