11 June 2025 , 11:22:00 প্রিন্ট সংস্করণ
সাদিক আরমান :
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি’র সম্ভাব্য এমপি প্রার্থী , কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী বলেছেন, “অহেতুক আস্ফালন করে লাভ হবে না।” শেখ সাদী ভিডিও বার্তায় আরো বলেন, খোকসা-কুমারখালীর তৃণমূল বিএনপি নেতাকর্মীরা ভালো মতো জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আদর্শ-ভিত্তিক, সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এই দলের প্রতিটি নেতা ও কর্মী আমাদের গৌরবময় গঠনতন্ত্র, চেতনাভিত্তিক আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে পূর্ণ আনুগত্যের সঙ্গে অনুসরণ করে। এখানে কোনো ব্যক্তি বিশেষের অহংকার, গোপন এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই।
কুমারখালী উপজেলার আলাউদ্দিন শিক্ষা পল্লীর খেলার মাঠে উপজেলা বিএনপির ঈদ পরবর্তী মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর বক্তব্যকে ঘিরে কুমারখালী বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী সামাজিক যোগাযোগ মাধ্যম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে কুষ্টিয়ার জনসাধারণ ও জেলা বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীদের কাছে নিজের অবস্থান পরিষ্কার করতে এবং যারা তার বক্তব্যের বিরুদ্ধে কুমারখালী-খোকসাতে বিক্ষোভ করেছে তাদের উদ্দেশ্যে এক পোস্টে তিনি আরো বলেন, আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে একতাবদ্ধ। তাঁর দিকনির্দেশনা আমাদের শক্তি ও প্রেরণা। কেউ যদি এই নেতৃত্বের বাইরে গিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার, বিভাজনের রাজনীতি কিংবা ব্যক্তিস্বার্থকে দলের স্বার্থের উপর স্থান দিতে চায়। তবে খোকসা-কুমারখালীর বিএনপি পরিবার তাকে কঠোরভাবে প্রতিহত করবে। প্রয়োজনে সাংগঠনিকভাবেও।”
ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি দলের প্রতিটি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বলতে চাই— কারও অহেতুক অহংকার বা অযৌক্তিক প্রচারের ফাঁদে পা দেবেন না। যারা সাধারণ মানুষের গণজোয়ারে আতঙ্কিত হয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তারা আসলে নিজেরাই নিজেদের দুর্বলতা প্রকাশ করছে।” জেলা বিএনপি’র এই নেতা জেলার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে “সত্য, ন্যায় ও জনগণের শক্তির ওপর আস্থা রেখে আমরা এগিয়ে যাবো। বিএনপি মানেই ঐক্য, শৃঙ্খলা ও আদর্শের রাজনীতি। এই পথেই বিজয় নিশ্চিত— ইনশাআল্লাহ।”
গত সোমবার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর ঈদ পরবর্তী মতবিনিমার সভায় কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী বলেন, কুমারখালী উপজেলাতে যে সার্চ কমিটি হয়েছে এটা বিতর্কিত। এই জন্য আগামী ১০, ১১, ১২ ও ১৩ তারিখে যে নির্বাচনী ক্যাম্পগুলো ছিল বা যে মিটিংগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে। “এটা আমার ইউনিয়ন এটা আমার উপজেলা এই উপজেলাতে নেতাকর্মীদের নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে নাংলার লাঠি দিয়ে তাকে সাইজ করতে হবে” ।
উল্লেখ্য, কুমারখালী খোকসার বিএনপি ত্রিধারায় বিভক্ত হয়ে গেছে। আনছার প্রামানিক গ্রুপ সরাসরি শেখ সাদীর বিরোধীতা করলেও মেহেদী রুমী গ্রুপ অনেকটা পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। দিন দিন দলীয় গ্রুপিং জোরালো হচ্ছে।









