বিনোদন

গোবিন্দর নামে হাজার কোটির দুর্নীতি

প্রায় ১০০০ কোটি রুপির কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা গোবিন্দর। তাকে জিজ্ঞাসাবাদ করবে ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা। খবর দ্য হিন্দু ডটকমের।

জানা যায়, সোলার টেকনো অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান ক্রিপ্টো কারেন্সির আড়ালে দুর্নীতির জাল বিস্তার করেছে ভারতে। সেই কোম্পানির হয়ে কয়েকটি বিজ্ঞাপন করেছেন অভিনেতা গোবিন্দ। এই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কথা উঠেছে, ওই প্রতিষ্ঠানের কাজকে সমর্থন করছেন গোবিন্দ।

ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানিয়েছেন, শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম যাবে মুম্বাই।

কর্মকর্তা আরও বলেন, ‘তদন্তের স্বার্থে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিনেতা এই ঘটনায় অভিযুক্ত কিংবা সন্দেহভাজন নন। যদি দেখা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাকে সাক্ষী হিসেবে পেশ করা হবে।’

এই খবর ছড়িয়ে পড়ার পর অভিনেতার মুখপাত্র বলেন, ‘গোবিন্দ কোনোভাবেই এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্ধসত্য খবর প্রকাশ করা হচ্ছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

আরও খবর

Sponsered content