বিনোদন

আবারও শুটিংয়ে ফিরছেন রোশান ও বুবলী

জিয়াউল রোশান ও শবনম বুবলীর আসন্ন চলচ্চিত্র ‘তুমি যেখানে আমি সেখানে’র শুটিং ফের শুরু হচ্ছে। গত বছর নভেম্বর পর্যন্ত ছবিটির শুটিং হয়েছে এফডিসি ও ঢাকার বিভিন্ন লোকেশনে।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস নির্মাণ করছিলেন ছবিটি। এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং হলেও বাকি ৩০ শতাংশের জন্য অপেক্ষা করতে হলো আট মাস। ১০ আগস্ট থেকে ফের শুটিং হবে ছবিটির- জানিয়েছেন দেবাশীষ বিশ্বাস।

তিনি বলেন, ‘প্রযোজক তার ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। অপেক্ষা করা ছাড়া আমার আর উপায় ছিল না। এখন তিনি সবুজসংকেত দিয়েছেন, শুটিংয়ের প্রস্তুতি নিতে বলেছেন।

রোশান ও বুবলীর সঙ্গে কথা বলেছি। সব ঠিক থাকলে ১০ আগস্ট থেকে টানা শুটিং করব। ইচ্ছা আছে আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার।