বিনোদন

শাহরুখের ডাঙ্কি ১৮ তম দিনে কত আয় করেছে

শাহরুখের ডাঙ্কি ১৮ তম দিনে কত আয় করেছে

২০২৩ সালের ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখের ‘ডানকি’ সিনেমা। এটি ‘জওয়ান’, ‘পাঠান’র মতো বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। তবে প্রথম সপ্তাহ শেষে গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২০৭ কোটি টাকারও বেশি।
‘ডানকি’ মুক্তির প্রথমদিনেই ৩০ কোটির ব্য়বসা করে।

‘পাঠান’ ও ‘জওয়ান’র পর বছর বিদায়ের আগে এভাবেও প্রেক্ষাগৃহে ফিরে আসা যায়- সেটি প্রমাণ করেছে শাহরুখের ‘ডানকি’। স্যাকনিল্ক.কম-এর তথ্য মতে, ‘ডানকি’ মুক্তির ১৮ তম দিনে অর্থাৎ তৃতীয় রবিবার ৪.২৫ কোটি রুপি আয় করেছে।এ সিনেমা এখন পর্যন্ত মোট আয় করেছে ২১৬ কোটি রুপি।

তথ্য বলছে, প্রথমদিনেই ‘ডানকি’ ৩০ কোটি রুপি আয় করেছিল। তবে প্রভাসের ‘সালার’ সিনেমার সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে ‘ডাঙ্কি’কে।কারণ প্রথম দিনেই ব্যাপক ব্যবসায়ীক সাফল্য দেখিয়েছে ‘সালার’। প্রথম দিনেই ৯৫ কোটি রুপি আয় করেছিল প্রভাসের এ সিনেমা। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে ৪৯.২০ কোটি রুপি আয় করেছে শাহরুখের ‘ডানকি’।

সাম্প্রতিককালে ভারতীয় সিনেমার জগতে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড রয়েছে ‘জওয়ান’র । শাহরুখের এ সিনেমা ব্যবসায়িকভাবে আলোচনায় আসতে সময় লেগেছিল ১৩ দিন। সেখানে ‘গদর-২’ এই অংক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেক সিনেমার ক্ষেত্রে কখনোই সময়ের সঙ্গে আয়ের অংক সমানুপাতিক নয়।

এদিকে বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমা। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে ‘ডানকি’। একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের ‘সালার’। স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটি সিনেমার।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: