অপরাধ বার্তা

আজ দুপুরে আদালতে তোলা হবে হাজী সেলিমকে

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে লালবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে । তার মামলা নম্বর ৭। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা জানা যায়নি। সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে দিকে তাকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে।

গত ১৯ আগস্ট লালবাগ থানায় তার নামে মামলা করা হয়। এর রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির যুগ্মপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছিল। মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, হাজী সেলিমকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই রাতে ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এ সংসদ সদস্য। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। ২০২২ সালে এ সাজা কমিয়ে ১০ বছর করেন হাইকোর্ট।