19 September 2023 , 1:31:33 প্রিন্ট সংস্করণ
ছয় বছর বয়সে ভিডিওগেম তৈরি করে বিশ্বরেকর্ড গড়লেন ছয় বছর বয়সী কানাডীয় শিশু সিমর খুরানা। এর ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে ছোট ভিডিওগেম ডেভেলপার হিসেবে তার নাম উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
সিমরের বাবা পরশ খুরানা বললেন, ‘ও যখন কেজিতে পরে, তখনই ক্লাস থ্রি-র অঙ্ক করতে পারত।’ মেয়ের এমন আগ্রহ দেখে বাবা কোডিং শেখানোর টিচার খুঁজতে থাকেন। কিন্তু এত খুদে ছাত্রী শুনে সকলেই পিছিয়ে আসেন। তবে বাবা হাল ছাড়েননি।
অবশেষে মেয়েকে কোডিং ক্লাসে ভর্তি করেন পরশ। এখন সে সপ্তাহে তিনটি করে ক্লাস করে।সিমরের বাবা গিনেসকে বলেন, ‘মনে হয়েছিল ওর মধ্যে এটা একটা সহজাত ব্যাপার।
তাই পরীক্ষামূলকভাবে কোডিং-এর অনলাইন ক্লাসে ওকে বসাই। দেখলাম ওই বয়সেই দারুণ উপভোগ করছে।স্মার্টফোন নষ্ট বা চুরি হবার আগেই চাই প্রস্তুতি!
সিমরের তৈরি প্রথম ভিডিওগেমের নাম ‘হেলদি ফুড চ্যালেঞ্জ!’ কারণ ডাক্তার ওকে জাঙ্ক ফুড খেতে না করেছিলেন, সেই থেকেই এই গেম তৈরির ভাবনা – এ কথা গিনেসকে জানিয়েছে খুদে-বিস্ময়।