অপরাধ বার্তা

কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রশাসনিক অনুমোদন হওয়ায় জামায়াতের সমাবেশ

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চালুর প্রশাসনিক অনুমোদন হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা এই অনুমোদন দেওয়ায় কুষ্টিয়া জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে একটি উল্লেখযোগ্য মাইলফলক রচিত হলো। তৃণমূল জনগণের জন্য একটি বড় সুবিধা এনে দেবে।
৫০০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম চালুকরণের প্রশাসনিক অনুমোদন প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ইম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে প্রশাসনিক অনুমোদনের বিষয়টি জানানো হয়। ২১ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ শাহ মোঃ হেলাল উদ্দীন হাত থেকে চালুকরণের প্রশাসনিক অনুমোদনের কপি গ্রহণ করে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রশাসনিক অনুমোদন হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে। চৌড়হাস মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর মাওলানা আবুল হাশেম। তিনি সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আব্দুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, কুমারখালী উপজেলা নায়েবে আমীর আফজাল হোসেন, সোহরাব উদ্দিনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content