ভিন্ন স্বাদের খবর

কবর খুঁড়তেই বেরিয়ে আসছে স্বর্ণের চাদর বেল্ট ও গয়না

কবর খুঁড়তেই বেরিয়ে আসছে স্বর্ণের চাদর বেল্ট ও গয়না

কবর খুঁড়তেই মাটির নিচ থেকে উঠে আসছে স্বর্ণ। স্বর্ণের তৈরি চাদর, বেল্ট এবং গয়নাসহ বিভিন্ন প্রাচীন দুর্লভ বস্তু পাওয়া গেছে মধ্য আমেরিকার দেশ পানামার একটি কবরের ভিতর থেকে।

পানামার এল ক্যানো অঞ্চলের একটি আর্কিওলজিক্যাল পার্কের ভিতর প্রত্নতাত্ত্বিকরা প্রায় ১২০০ বছরের পুরনো একটি কবর আবিষ্কার করেছেন। কবরটি থেকে প্রাচীন যুগের মহামূল্যবান এসব বস্তুর সন্ধান পাওয়া গেছে এবং মানব দেহের অবশিষ্টাংশও উদ্ধার হয়েছে।

আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে স্বর্ণের গোলাকার পুঁতি দিয়ে তৈরি ২টি বেল্ট, ৪টি ব্রেসলেট, মানুষের মূর্তির মতো আকৃতির কানের দুল (একজন পুরুষ এবং একজন মহিলাকে চিত্রিত করা হয়েছে), ১টি কুমির আকৃতির কানের দুল, স্বর্ণের চাদরে আবদ্ধ শুক্রাণু, তিমির দাঁত দিয়ে তৈরি ৫টি কানের দুল, ঘণ্টা এবং বৃত্তাকার সোনার প্লেটের ১টি সেট।

প্রত্নতত্ত্ববিদদের অনুমান, এটি কোকল যুগের কোন উচ্চপদস্থ কর্মকর্তার সমাধি। তাকে সমাহিত করার সময় কবরে স্বর্ণ, হিরে-জহরত দেওয়া হয়েছিল।

বিশাল বড় ওই সমাধিক্ষেত্রে আরও ৩২ জনের দেহাবশেষ পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে, ওই উচ্চপদস্থ কর্মকর্তার সাথেই ওসব কবর দেওয়া হয়েছিল।

আরও খবর

Sponsered content