ভিন্ন স্বাদের খবর

৩ সেকেন্ডে গরম কফি পান করে বিশ্ব রেকর্ড এক যুবক

৩ সেকেন্ডে গরম কফি পান করে বিশ্ব রেকর্ড এক যুবক

বিভিন্ন কাণ্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান অনেকে। জার্মানির এক ব্যক্তি সবচেয়ে দ্রুততম সময়ে এক মগ গরম কফি পান করে গিনেস রেকর্ডের খেতাব অর্জন করেছেন।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে কফি পান করে রেকর্ড গড়েছেন ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা ফেলিক্স ভন মেইবোম। মাত্র ৩.১২ সেকেন্ডে এক মগ গরম কফি পান করেছেন তিনি।

মেইবোম দ্রুততম সময়ে কাপ কফি পান করে আগের রেকর্ড ভাঙেন। এর আগের রেকর্ডটি জার্মানিরই অ্যান্দ্রে অরটোলফ নামের এক ব্যক্তির দখলে ছিল। তিনি ২০২১ সালে ওই রেকর্ড করেছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম ফেলিক্স ভন মেইবোমের রেকর্ড গড়া কফি পানের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মেইবোম গরম এক মগ কফি মুখে ঢেলে দেন। মাত্র ৩.১২ সেকেন্ডের মধ্যেই কফি গলাধঃকরণ করেন তিনি।

আরও খবর

Sponsered content