20 February 2024 , 2:35:43 প্রিন্ট সংস্করণ
ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৯ বছর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে অগ্ন্যাশয়ের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ।
হাসপাতাল থেকে ফেরার পর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান এই তারকা।ঋতুরাজ স্টার প্লাসের ‘অনুপমা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন।
একসময় মঞ্চে কাজ করেছেন। পরে নাম লেখান টিভি ধারাবাহিকে। ‘বানেগি আপনি বাত’, ‘শপথ; ‘আহাত’, ‘লাডু’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে দেখা গেছে তাকে।
ধারাবাহিকের পাশাপাশি কয়েকটি বলিউডের সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। ১৯৬৪ সালের ২৩ মে রাজস্থানের কোটায় সিসোদিয়া রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং।
ছোটবেলা থেকেই তার জন্মের ভিটা রাজস্থানের কোটায় বিশেষ একটা থাকা হয়ে ওঠেনি। ছোটবেলাতেই তিনি দিল্লিতে চলে আসেন পড়াশোনার জন্য। তারপর খুব কম বয়সে সেখান থেকে চলে যান আমেরিকায়। পরে আবার ১২ বছর বয়সে তিনি ভারতে ফিরে আসেন।