রাজনীতি

বাসায় ফিরছেন খালেদা জিয়া বিকাল ৩টায়

বাসায় ফিরছেন খালেদা জিয়া বিকাল ৩টায়

দীর্ঘ পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় আর বাসায় ফেরার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শায়রুল কবির খান জানিয়েছিলেন, রাতে এভারকেয়ার হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

পরে গতকালই বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হবে।

মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, মেডিকেল বোর্ড বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে তার গুলশানের বাসায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৯ আগষ্ট খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে একাধিকবার হাসপাতালে নেওয়া হলেও এতোদিন তাকে হাসপাতালে থাকতে হয়নি।

আরও খবর

Sponsered content