26 December 2023 , 8:43:55 প্রিন্ট সংস্করণ
দুপচাঁচিয়া উপজেলায় মিজানুর রহমানের ফার্ণিচারের দোকানে আজব প্রাণি আটকের খবরে তা দেখতে আজ সোমবার (২৫ ডিসেম্বর) দোকানে কৌতূহলী মানুষের ভিড়। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে প্রাণিটিকে হেফাজতে নিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে।
জানা গেছে, উপজেলার ছোটধাপ এলাকার মনছুর আলীর ছেলে কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী মিজানুর রহমান ঘটনার দিন বেলা ১১টায় তার দোকানের র্যাক থেকে কাঠ নামাতে গিয়ে আজব প্রাণিটি দেখতে পান। এরপর স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় চটের বস্তা দিয়ে প্রাণিটিকে আটক করে খাঁচায় আটকে রাখে।
প্রাণিটির লেজে ও শরীরে বাঘের ডোড়াকাটা দাগ সম্বলিত ওই আজব প্রাণি আটকের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহল নারী-পুরুষসহ ছোট ছেলে-মেয়েরা ওই দোকানে ভিড় করে।
প্রাণিটির প্রকৃত নাম কেউ না বলতে পারলেও অনেকেই বলছেন আফ্রিকান এই প্রাণিটির বৈজ্ঞানীক নাম ক্রাইভেট আবার অনেকেই এর নাম গন্ধগোকুল বলছেন। দোকানের ট্রাক বোঝাই কাঠ আনার সময় জঙ্গলের ওই প্রাণিটি কাঠের সাথেই দোকানে ঢুকেছে বলে মনে করছেন স্থানীয়রা।