বিজ্ঞান ও প্রযুক্তি

জেনেনিন গুগল ম্যাপে সঙ্গী কোথায়

সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যেকোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারেন আপনি। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় এই গুগল ম্যাপ। তবে নিজের অবস্থান জানার পাশাপাশি আপনার সঙ্গীর অবস্থানও জানতে পারবেন। গুগল ম্যাপের মাধ্যমেই আপনার পরিচিত যে কাউকে ট্র্যাক করতে পারবেন।

সঙ্গীর নিরাপত্তার খাতিরে এ কাজটি করতেই পারেন। তবে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তাকে ট্র্যাকিং করা আইনত অপরাধ। তাই খুব কাছের কেউ না হলে ট্র্যাক করার আগে অবশ্যই তার অনুমতি নিন। মূলত পরিজন বা বন্ধুরা কোনো অপরিচিত জায়গায় গেলে তাদের লোকেশন ট্র্যাক করতে পারেন। সঠিক জায়গায় পৌঁছাতে পারলো কি না তা জানতে। এছাড়াও প্রথমবার আপনার বাসায় কোনো আত্মীয় আসতে চাইলে তাকেও ট্র্যাক করে সাহায্য করতে পারেন।

চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে কাজটি খুব সহজেই করা যায়-

> প্রথম আপনার মোবাইলে থাকা গুগল ম্যাপ ওপেন করুন।

> এরপর ডানদিকের একদম ওপরের কোণে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

> এরপর লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করুন। যে ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ার করবেন সেই ব্যক্তিকে যুক্ত করুন।

> লোকেশন শেয়ারিং টাইম সেট করুন। এবং শেয়ার করুন।

আবার ডেস্কটপ থেকেও কাজটি করতে পারবেন। তো জেনে নিন পদ্ধতি-

> প্রথমে যে ব্যক্তির লোকেশন শেয়ার করবেন সেই ব্যক্তিকে আপনার গুগল কনট্যাক্টসে যোগ করুন।

> এরপর গুগল ম্যাপ ওপেন করুন।

> উপরের ডানদিকের একদম কোণে থাকা আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন। সেখানে শেয়ার ইওর লোকেশন (Share Your Location) অপশন থাকবে। ওই অপশনে ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন একাধিক কনট্যাক্টস। আপনার পছন্দের ব্যক্তির নামের ওপর ক্লিক করুন।

> এরপর তার কাছে লাইভ লোকেশন শেয়ার করুন।

%d bloggers like this: