এক্সক্লুসিভ

কুমারখালীতে এম এ মজিদ শিক্ষার্থী কল্যাণ ট্রাষ্ট-এর বৃত্তি প্রদান

কুমারখালীতে এম মজিদ শিক্ষার্থী কল্যাণ ট্রাষ্টএর বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই বৃত্তি প্রদান করা হয়।

তৃতীয় বছরের মত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোফাজ্জেল হোসাইন সোহাগ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রেজাইল হক, মাহমুদ শরীফ, আব্দুর রহমান, আলমগীর হোসেন, জিহাদ হোসেন প্রমূখ।

আলোচনা শেষে প্রতি শ্রেনিতে ২০২৪ খ্রীস্টাব্দের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় ১ম,২য় ৩য় স্থান অধিকারীনি এবং এসএসসি পরীক্ষার্থীদের হাতে দুই লক্ষাধিক টাকা তুলে দেওয়া হয়। এসময় চলতি বছরের প্রথম তিন মাসের বৃত্তির টাকাও প্রদান করা হয়েছে। এম মজিদ এর আমেরিকা প্রবাসী সন্তানেরা এই উপবৃত্তির অর্থায়ন করে থাকেন।

কুমারখাল িউপজেলার জোতমোড়া নিবাসী ব্যাংক/বীমা কর্মকর্তা মরহুম এমএ মজিদ অত্র  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৯৭ সালে নারী শিক্ষার জন্য যদুবয়রা ইউনিয়নের একমাত্র স্বতন্ত্র এই বিদ্যালয়টি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন।

রিপোর্টমাহমুদ শরীফ

আরও খবর

Sponsered content