3 December 2023 , 3:29:50 প্রিন্ট সংস্করণ
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে আর্সেনাল। শনিবার নিজেদের অবস্থান মজবুত করার জন্য উলভসের মুখোমুখি হবে আর্সেনাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।
গত মৌসুমে শুরুতে ভালো খেললেও শেষ দিকে খেই হারিয়ে শিরোপা হারায় আর্সেনাল। এবারের মৌসুমে নতুন উদ্যমে লড়াইয়ে নেমেছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষদিকে গিয়ে ছন্দ হারায় গানাররা।
সে সুযোগে শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি।ভেঙে না পড়ে এ মৌসুমে রেইসে সবার সামনে মিকেল আর্টেটার দল।১৩ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট তাদের। ১ পয়েন্ট কম নিয়ে এবারও নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি।
তিন ও চারে থাকা লিভারপুল ও অ্যাস্টন ভিলাও পিছিয়ে নেই। দুদলের পয়েন্টই ২৮ করে। পাঁচে থাকা টটেনহ্যামের সংগ্রহ ২৬ পয়েন্ট। তাই প্রতিটি ম্যাচ নিয়েই খুব সিরিয়াস গানাররা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ জয়ে আত্মবিশ্বাসী কোচ আর্টেটা। সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লঁসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তার শিষ্যরা। যদিও প্রতিপক্ষ উলভসও জায়ান্ট কিলার।
এ মৌসুমে ম্যানসিটি ও টটেনহ্যামকে হারিয়েছে তারা। মুখোমুখি দেখায় আর্সেনালের ৬৮ জয়ের বিপরীতে উলভসের জয় ৩২ ম্যাচে।