আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন সীমান্তে গোলাগুলি নিহত ৩ জন

ইসরায়েল-লেবানন সীমান্তে গোলাগুলি নিহত ৩ জন

হামাস ও ইসরায়েলের মধ্যে যুুদ্ধবিরতি শেষ হওয়ার পর লেবানন সীমান্তেও গোলাগুলির খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলার জেরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননে তিনজন নিহত হয়েছেন। হামাসের মিত্র ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে তাদের একজন যোদ্ধাও রয়েছে।

সংগঠনটি জানায়, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে তারা পাল্টা আক্রমণ করেছে এবং আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দুইটি রকেট প্রতিহত করেছে।

লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের শহরগুলোতে সতর্ক সংকেতও বাজানো হয়।এদিকে এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হমলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলার পর গাজার আকাশ ধোঁয়ায় ভরে যায়। এসময় সেখানের বাসিন্দারা ঘরের বাইরে চলে আসে।

গাজার স্বাস্থ্য কর্মীরা জনিয়েছেন, যুদ্ধবিরতির পর হামলায় ১৮৪ ফিলিস্তিনির মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে অন্তত ৫৮৯ জন। তাছাড়া ২০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

আরও খবর

Sponsered content