অপরাধ বার্তা

লাদেনকে হত্যা করা সেই মার্কিন কর্মকর্তা এখন গাঁজা বিক্রি করেন

২০১১ সালে পাকিস্তানে এক বিশেষ অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল মার্কিন বাহিনী। ওই সময় ৯/১১ এর মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই লাদেনকে গুলি করেছিলেন মার্কিন নেভির সীল বিভাগের কর্মকর্তা রবার্ট ও’নেইল। অবসরে যাওয়া এই কর্মকর্তা এখন নিউইয়র্কে গাজা বিক্রি করেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া গাজা বিক্রি করতে ‘অপারেটর কানা কো’ নামের প্রতিষ্ঠান চালু করেছেন রবার্ট ও’নেইল। তাঁর প্রতিষ্ঠানের গাঁজা পাওয়া যাবে নিউইয়র্ক শহরের বিভিন্ন ওষুধের দোকানে।

নিউইয়র্ক পোস্ট বলছে, এই গাঁজা বিক্রি করে শুধু নিজেই লাভ করার চিন্তা করছেন না সাবেক মার্কিন এই কর্মকর্তা। লাভের একটি অংশ তিনি দান করবেন আহত সাবেক মার্কিন সেনাদের সহায়তায় গঠিত দাতব্য প্রতিষ্ঠানে।

মার্কিন নেভির সীল বিভাগের সাবেক কর্মকর্তা রবার্ট ও’নেইল বলেন, ‘আমি সামরিক বাহিনীতে আমার অভিজ্ঞতার মাধ্যমে গাঁজা ব্যবসায় নামতে চেয়েছিলাম এবং অনেককে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো বিষয়গুলোতে ভুগতে দেখেছিলাম। এখন এটা একটা ভালো উপায়। তাদের সহায়তাও করা যাবে।’