সারা দেশ

২৪ ঘণ্টায় গ্রেফতার ২২ জন রাজশাহীতে

রাজশাহী নগরীতে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, মতিহার থানা ৫ জন, রাজপাড়া ও শাহ মখুদম থানা ৩ জন করে ৬ জনকে গ্রেফতার করে। আর চন্দ্রীমা থানা গ্রেফতার করেছে ২ জনকে।

এছাড়া কাটাখালী, পবা, কাশিয়াডাঙ্গা ও দামকুড়া থানা এবং ডিবি পুলিশ ১ জন করে ৫ জনকে গ্রেফতার করে।পুলিশ আরও জানায়, এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন ও মাদকদ্রব্যসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া ১৩ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত ডিউটির অংশ হিসেবে অভিযানে চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।