সারা দেশ

নওগাঁয় ট্রলির ধাক্কায় নিহত ১জন

নওগাঁর নিয়ামতপুরে মালবাহী ট্রলির ধাক্কায় কমল রায় (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার গাংগোর বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত কমল রায় উপজেলার রসুলপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ি থেকে অটোভ্যানযোগে গাংগোর বাজারে আসছিলেন ওই বৃদ্ধ। এ সময় বিপরীত দিক থেকে ইটবোঝাই ট্রলি আসছিল আর অপরদিকে রাস্তা দিয়ে একটি সাইকেলচালক মূল রাস্তায় ওঠার সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ভ্যানের চালক নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে মারাত্মক জখম হয় ভ্যানে থাকা ওই বৃদ্ধ। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার শারমিন সুলতানা বলেন, মেডিকেলে আসার আগেই রাস্তায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।