বিনোদন

আবারও সাপে কেটেছে ওমর সানীকে

বান্দরবানের পাহাড়ি এলাকায় শুটিং চলাকালে সাপের কামড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক ওমর সানী। রোববার (২৯ অক্টোবর) দুপুরে ‘ডেড বডি’ ছবির শুটিং সেটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই চলচ্চিত্রের পরিচালক এমডি ইকবাল।নির্মাতা ইকবাল বলেন, ‘দুপুর ১২টায় শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামড় দেয় ওমর সানীকে।

তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার পরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে পায়ে কাপড় বাঁধা অবস্থায় বসে থাকতে দেখা যায় ওমর সানীকে।

‘ডেড বডি’ ছবিতে ওমর সানী ছাড়াও অভিনয় করছেন, শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে।