27 March 2024 , 11:25:03 প্রিন্ট সংস্করণ
ভারতীয় বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা শুভাশিস মুখার্জি। পর্দায় তার উপস্থিতি মানেই ছিলো দমফাটানো হাসির রোল। রুপালি জগতের এই রঙিন মানুষের হৃদয়েও জমে আছে একরাশ বিষণ্নতা।
বিয়ের ৩৮ বছর পার হলেও বাবা হতে পারেননি এই অভিনেতা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন শুভাশিস।আলাপচারিতায় বিষণ্নতা বা পূর্ণতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিজের দুঃখটাকে ঢেকে রাখার চেষ্টা করেন এই অভিনেতা।
শুভাশিস মুখার্জি বলেন, ‘আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী হয়েছে! এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা। শুভাশিস মনে করেন একজন আদর্শ জীবনসঙ্গী থাকা খুব দরকার। তার সেই আদর্শজীবন সঙ্গী হলেন তার স্ত্রী ঈশিতা।
শুভাশিস মুখার্জি ১৯৮৬ সালে ঈশিতা মুখার্জিকে বিয়ে করেন। পরিচয় এবং প্রেমপর্ব মিলিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক এ দম্পতির। প্রথম পরিচয়ের স্মৃতিচারণ করে শুভাশিস বলেন, ‘কলকাতার ম্যাক্সমুলার ভবনে একটি নাটক করতে গিয়ে ঈশিতার সঙ্গে আমার প্রথম আলাপ।
তারপর বন্ধুত্ব এবং প্রেম। পরে আমরা বিয়েটাও করলাম।’ স্ত্রীর প্রশংসা করে শুভাশিস মুখার্জি বলেন, ‘ওর মতো মেয়ে হয় না। আমি ওকে পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি।