সারা দেশ

শেখ হাসিনার কাছ থেকেই গণতন্ত্র শিখতে হবে বললেন চুমকি

শেখ হাসিনার কাছ থেকেই গণতন্ত্র শিখতে হবে বললেন চুমকি

আওয়ামী মহিলা লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশা দেশ স্বাধীনের পরই শুরু হয়েছিল। বঙ্গুবন্ধুকে সপরিবারে হত্যা করে সেই নীলনকশারই বাস্তবায়ন করেছিল পঁচাত্তরের ১৫ আগস্ট। প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা কোনো অন্ধকার পথ ধরে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেননি।

একুশটি বছর অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ একুশ বছর পর জনগণের ভোটে প্রথম ৯৬ তে বঙ্গুবন্ধুকন্যা শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেন। মনে রাখবেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আবারও সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাংলা ভাইয়ের উত্থান হবে আর বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে। শেখ হাসিনা ক্ষমতায় এসে গনতন্ত্র পুনরুদ্ধার করেছেন। মনে রাখবেন গণতন্ত্র শিখতে হলে শেখ হাসিনার কাছ থেকেই শিখতে হবে।

মহানগরীর ৪২নং ওয়ার্ডের নন্দীবাড়ি সরকারি প্রাথমিক মাঠে শনিবার দুপুরে পূবাইল ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষ্যে এ দিন কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, গণভোজ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, পূবাইল থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক এম জাহিদ আল মামুন।

শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শেখ জাকারিয়া হোসেন, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছিরসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content