রাজনীতি

হাসিনাকে দেশে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে বললেন মামুনুল হক

জাতিসংঘের মাধ্যমে বন্দিচুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। বুধবার রাত ৮টার দিকে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্য বিরোধী গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় মামুনুল হক বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশকে সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই দেশ সম্প্রীতির ইতিহাস বহন করে। আমরা এই সম্প্রীতির বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই।

আওয়ামী লীগ সরকার সব সময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে ছোবল মারতো, আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তো। বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।

আরও খবর

Sponsered content