সারা দেশ

আবারও সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শুক্রবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।নিহত রাজু গড়িয়ালি (ফতেপুর) গ্রামের হাবিবুর রহমান ওরফে ন্যাংড়ার ছেলে।চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, রাজু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন।

ভারত থেকে চোরাই পথে গরু আনতে নাগরভিটা সীমান্ত এলাকায় যান। শুক্রবার ভোররাতে ওঁৎ পেতে থাকা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ারপুকুর থানার তিনগাঁও ক্যাম্পের ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

এতে ঘটনাস্থলে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ সেখান থেকে বিএসএফ ভারতে নিয়ে যায় ।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম ফিরোজ কবির বলেন, ওই যুবক চোরাই পথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন ।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিম আহম্মেদ বলেন, লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।