সারা দেশ

পুলিশের গাড়িতে ডাকাতি গ্রেফতার এক যুবক

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চান্দিনা-দেবিদ্বার সড়কে টহল পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ২ রাউন্ড কার্তুজ ভর্তি ১টি দেশীয় এলজি বন্দুক ও দুটি রামদা উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ই জুন) দুপুরে এ তথ্য জানান দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া।

গ্রেফতার হওয়া ডাকাতের নাম মোশারফ হোসেন (৩৫)। তিনি বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে।থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ই জুন) রাত দেড়টার দিকে সাধারণের গাড়ি ভেবে থানার একটি টহল গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র।

টহল গাড়িতে থাকা এসআই আবদুল কাদের ও এসআই মিশন অস্ত্রসহ মোশারফকে হাতেনাতে আটক করে ফেলেন।পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অন্তত ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়।

দেবিদ্বার থানার এসআই আবদুল কাদের গণমাধ্যমকে বলেন, নিয়মিত ডিউটি চলাকালে ডাকাত চক্রটি আমাদের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে আমি মোশারফকে দেশীয় বন্দুকসহ আটক করি। এসময় আরও ৫-৬ জন ডাকাত অন্ধকারে পালিয়ে যায়।

আরও খবর

Sponsered content