1 May 2024 , 2:56:31 প্রিন্ট সংস্করণ
জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি (র) ছাহেবের পবিত্র ওফাত স্মরণে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি মিল মাঠে বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইসলামি সম্মেলন ও মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ।
মঙ্গলবার সকালে ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এ সম্মেলন। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ শান্তিকামী নারী-পুরুষ ও আশেকান-জাকেরান ভক্তরা উপস্থিত হন।
দুই দিনের এ সম্মেলনে ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগি, কুরআন তেলাওয়াত, দফায় দফায় মিলাদ মাহফিল, জেকের-আসকার, মোরাকাবা-মোসাহেদা ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়।
এ সময় দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা শান্তিকামী ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সৌহার্দ্য ও সম্প্রীতির বিশাল এক মিলন মেলায় পরিণত হয় বিশ্ব ইসলামি সম্মেলন ও ফাতেহা শরিফ স্থল।
বুধবার সকালে সব মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল।