6 December 2025 , 11:58:38 প্রিন্ট সংস্করণ
খোকসা প্রতিনিধি \ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর কলপাড়া গ্রামে ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং গুলি উদ্ধার করেছে কুষ্টিয়া সেনা ক্যাম্পের একটি টিম। গতকাল শুক্রবার ভোরে ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান-এর নেতৃত্বে সেনা সদস্যরা ওসমানপুর কলপাড়ার মৃত আশরাফ শেখের বাড়ীর ছেলে আসাদুজ্জামানের বসতবাড়ির রান্নাঘরের উত্তর পাশে পাটকাঠির গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রসমূহের মধ্যে রয়েছে ৩টি সচল দেশীয় লোহার তৈরি একনলা ওয়ান শুটারগান (এলজি), ২ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড পিস্তলের গুলির খোসা। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। খোকসা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।











