জাতীয়

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ রাতেই বৈঠকে বসছে মেডিকেল বোর্ড। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ওপরই নির্ভর করবে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে দ্রুতই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে।

ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে, শনিবার (৬ ডিসেম্বর) কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর অবতরণের কথা রয়েছে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার অ্যাম্বুলেন্স আসেনি। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে। আর ম্যাডামের অবস্থা ভ্রমণের উপযোগী থাকলে এবং বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে যাত্রা করবেন।”

আরও খবর

Sponsered content