27 April 2024 , 6:36:27 প্রিন্ট সংস্করণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, চিফ হিট অফিসার বুশরা আফরিন সিটি করপোরেশন থেকে একটি টাকাও পান না।
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠাণ্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, ‘আমি দেখছি- কয়েকদিন যাবত চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে এটা সঠিক নয়। সিটি করপোরেশন থেকে তিনি একটি টাকাও পান না।
সিটি করপোরেশনে তার কোনো বসার ব্যবস্থাও নেই। হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে।
সারাবিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং ৭ জনই নারী’, যোগ করেন তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, ‘চিফ হিট অফিসার আমাদের সাজেশন (পরামর্শ) দেবে। কাজ কিন্তু আমাদের সকলকে করতে হবে।