বিনোদন

অনন্ত-বর্ষার সিনেমার নকল শাহরুখের জাওয়ান (ভিডিও)

মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত জলিল-বর্ষা জুটির ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা। এটি পরিচালনা করেছেন ভারতের দক্ষিণী ছবির চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও পরিচালক উপেন্দ্র মাধব। সদ্য মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সিনেমার আরেক পরিচালক অ্যাটলি পরিচালিত বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’। দুটি সিনেমার ভেতর অনেক সাদৃশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা বর্ষা।

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘জাওয়ান’। সম্প্রতি সিনেমাটি দেখার পর বর্ষা মন্তব্য করেন, সিনেমাটি দেখে মনে হয়েছে, ‘জওয়ান’ সিনেমার বেশ কিছু অ্যাকশন দৃশ্য ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার সঙ্গে মিলে গেছে। আমরা দুই বছর আগে ভারতের হায়দ্রাবাদে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করি।

আশ্চর্যজনকভাবে সেই সিনেমার বেশিরভাগ দৃশ্যই শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমার সাথে মিলে যাচ্ছে। ‘নেত্রী: দ্য লিডার’ যখন মুক্তি পাবে তখন দর্শকরা হয়তো বলবেন, আমরা সিনেমাটি ‘জাওয়ান’ থেকে নকল করেছি।‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় একজন নির্মাতা। ‘জাওয়ান’ এর মতো সিনেমা তৈরি করা আমাদের পক্ষে সম্ভব না হলেও সিনেমা তৈরির সময় সেরাটা দেয়ারই চেষ্টা করি আমরা।

‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে চলতি বছরের ১৬ ডিসেম্বর। অনন্ত জলিল প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত প্রমুখ। এছাড়া ভারতের কবির দুহান সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াতসহ তুরস্কের কয়েকজন অভিনয়শিল্পীও অভিনয় করেছেন এই সিনেমায়।

আরও খবর

Sponsered content