ভিন্ন স্বাদের খবর

৭৫ হাজার বছর আগের নারীর মুখচ্ছবি প্রকাশ

৭৫ হাজার বছর আগের নারীর মুখচ্ছবি প্রকাশ

প্রায় ৭৫ হাজার বছর আগের এক নারীর মুখের অবয়ব প্রকাশ করেছেন নৃবিজ্ঞানীরা। ওই নারী প্রাগৈতিহাসিক যুগের নিয়ানডার্থাল প্রজাতির বলে জানা গেছে।

বেশ কয়েক বছর আগে খুঁজে পাওয়া মাথার খুলি এবং মানবদেহের বেশ কয়েকটি হাড়ের ওপর গবেষণা করে এগুলোকে প্লাইস্টোসিন যুগের নিয়ানডার্থাল প্রজাতির নারী কঙ্কাল বলে তথ্য দিয়েছেন গবেষকরা।

ইউনিভার্সিটি অব কেমব্রিজের একদল নৃবিজ্ঞানী এই গবেষণার কাজ করেছেন। সম্প্রতি মাথার খুলি এবং হাড়গুলোকে একত্রিত করে থ্রি-ডি মডেলের মাধ্যমে মুখাবয়বের রূপ দেওয়া হয়েছে।

আজ থেকে প্রায় ৪০ হাজার বছর আগে নিয়ানডার্থাল প্রজাতির বিলুপ্তি ঘটে।

আরও খবর

Sponsered content