বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন

যেভাবে ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন

সামাজিক যোগাযোগে জনপ্রিয় একটি মাধ্যম ফেসবুক। যার মূল প্রতিষ্ঠান মেটা। এর অধীনে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সব প্ল্যাটফর্ম। সারাবিশ্বেই ছড়িয়ে আছে ফেসবুক নিবন্ধনকারী।

নানা কারণে যে কারও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যেতে পারে। ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট সহজেই ফিরিয়ে আনা যায়। ফিরে পেতে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।

অ্যাকাউন্ট ডিলিট করার পরও ৩০ দিনের মধ্যে তা ফিরে পাওয়া যায়। তবে ওই ৩০ দিন অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকবে। প্রথমে স্মার্টফোন বা ল্যাপটপে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর ডিলিট করে দেওয়া অ্যাকাউন্ট যে ইমেইল বা ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা ছিল, তা দিয়েই প্রবেশ করতে হবে।

লগইন করার পর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের অপশন বাতিল করার সুযোগ পাওয়া যাবে। বাতিল অপশনে ক্লিক করলেই ফেসবুক অ্যাকাউন্ট পুনরায় চালু হয়ে যাবে।

আরও খবর

Sponsered content