সারা দেশ

আবারও বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আবারও বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেছেন।

জানা গেছে, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ বকেয়া বেতনের দাবিতে একাধিক বার শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে আসছে শ্রমিকেরা। এর পরেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে তাল বাহনা ও গড়িমসি করেছেন। এ জন্য আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন।

পরে তাঁরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধাঘন্টা যানচলাচলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে পোশাক শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেছেন। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।