21 December 2024 , 4:59:54 প্রিন্ট সংস্করণ
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় আইন ভেঙে করাত কল বসিয়ে বিভিন্ন গাছের কাঠ চিড়াই করে জ্বালানি হিসেবে ব্যবহার করার অপরাধে ভাটার ব্যবস্থাপক সূর্য কুমার কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার খালেক ব্রিকসের অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে করাত কলটি অপসারণের নির্দেশ দেন আদালত। ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রণ) আইনে আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগীতা করে কুমারখালী থানা পুলিশ। ব্যবস্থাপক সূর্য কুমার কুন্ডু (৫০) রাজবাড়ী জেলার পাংশার মৃত সুধারঞ্জনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, আইন অমাণ্য করে ভাটায় করাত কল বসিয়ে জ্বালানি হিসেবে কাঠ পোড়নোর অপরাধে ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়ও ২৪ ঘণ্টার মধ্যে করাত কলটি অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।