21 December 2023 , 5:30:19 প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। সরবরাহ কমের কারনে দামটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে হিলি বাজারে ব্যাবসায়ীদের সাথে কথা বলে এমন টাই জানা গেছে।
যে নতুন আলু বিক্রি হয়েছিল ৫০ টাকা কেজি দরে,সেই আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে, যে শিম বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি দরে, সেই শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। কাচাঁমরিচ বিক্রি হয়েছিল ৬০ টাকা কেজি দরে সেই মরিচ আজকে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা জানান, বর্তমান বাজারে সবজির সরবরাহ কমের কারনে দাম বাড়তে শুরু করেছে।
প্রতিটা সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। বেগুন কেজিতে বেড়েছে ২০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, শিম আগে বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি আর এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, নতুন আলু বিক্রি হয়েছিল ৫০ টাকা কেজি দরে, এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে, ফুলকপি বিক্রি হয়েছিল ৩০ টাকা কেজি দরে, এখন বিক্রি ৪০ টাকা কেজি দরে, আর কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৬০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।
বাজারে সবজি ক্রেতা করিম উদ্দিন বলেন, কয়েকদিন আগে বাজারে এসে স্বস্তি পাচ্ছিলাম।সবজির দামটা অনেকটাই কম ছিল। ৩০০ টাকা হলে ব্যাগ ভরে যেতে।কিন্তু আজকে দেখছি আবার বাজার বেড়ে গেছে। প্রতিটা সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে গেছে। আমরা কি করবো ভেবে পাচ্ছি না।