17 December 2023 , 6:07:38 প্রিন্ট সংস্করণ
শনিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে সাড়ে ১৬ কেজি ওজনের কোরাল মাছ ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বরগুনার বলেশ্বর নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে এই মাছটি।
জানা যায়,পাথরঘাটার বিএফডিসি মার্কেটে বিক্রি করতে নিয়ে আসেন তুষখালী মৎস আড়ৎদার ব্যবসায়ী মো. ছগীর হোসেন। মাছটি ২১ হাজার ৬৩৭ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মো. সাইফুল ইসলাম বলেন, রাতে পাথরঘাটার হরিণঘাটা এলাকার বলেশ্বর নদীতে তুষখালী এলাকার জেলেদের জালে ধরা পড়ে সাড়ে ১৬ কেজি ওজনের মাছটি।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে বেড়েছে মাছ। এর সুফল হিসেবে বলেশ্বর নদীতে ধরা পড়েছে কোরাল মাছটি।