আন্তর্জাতিক

আবারও হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

আবারও হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে হামাসের অতর্কিত হামলায় প্রাণ হারান তারা।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদলু এজেন্সি। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।

ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ৫ম ব্রিগেডের ৮১১১তম ব্যাটালিয়নের সৈন্যরা শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে নিহত হন।এ ছাড়া গত রোববার গাজায় আরও তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়।

গত কয়েকদিনে যেসব সেনা মারা গেছেন তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে। সেখানে বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা।

আইডিএফের তথ্য অনুযায়ী, স্থল অভিযানে অংশ নিয়ে শতাধিক সেনা নিহত হওয়ার পাশাপাশি ছয়শ’ সেনা আহত হয়েছেন।প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এতে গাজায় নিহতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে।