খেলাধুলা

প্রথম নারী বোর্ডপ্রধান পেল নিউজিল্যান্ড ১২৯ বছরের ইতিহাসে

নিউজিল্যান্ডের ১২৯ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার নারী বোর্ডপ্রধান হচ্ছেন ডিয়ানা পুকেতাপু লিন্ডন। বর্তমান চেয়ারপার্সন মার্টিন স্নেডেনের স্থলাভিষিক্ত হচ্ছেন নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির প্রধান এই নারী। প্রথম নারী হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধানের চেয়ারে বসলেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সাবেক প্রধান নির্বাহী স্নেডেন মোট তিনবার বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বর্তমান মেয়াদ পূরণ হতে এখনো এক বছর বাকি রয়েছে।

এনজেডসির বোর্ডসভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্টিন স্নেডেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদ ছাড়ার পর লিন্ডনকে সাহায্য করতে বাকিদের আহ্বান জানিয়েছেন এই সাবেক বোর্ডপ্রধান।

দায়িত্ব ছাড়ার বিষয়ে স্নেডেন জানিয়েছেন, ‘বোর্ডের দায়িত্ব ছাড়ার পাশাপাশি আইসিসিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধির দায়িত্ব থেকেও সরে দাঁড়াব। নতুন নেতৃত্বকে দায়িত্বের সুযোগ দিতে, সুশাসনের উত্তরাধিকার পরিকল্পনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।

নিউজিল্যান্ডের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত এক নাম পুকেতাপু লিন্ডন। বর্তমানে দেশটির অলিম্পিক কমিটির প্রধান এবং আমেরিকা কাপ সেইলিং ক্যাম্পেইনের চিফ ফিন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব পালন করছেন এই নারী সংগঠক।

ওয়ার্ল্ড মাস্টার গেমসের পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়া ২০১৭ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের সার্ভিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন লিন্ডন।