বিজ্ঞান ও প্রযুক্তি

আসল নতুন ফিচার ইমোর নিরাপত্তায়

জনপ্রিয় যোগাযোগমাধ্যম ইমো তাদের ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রতিনিয়তই নিত্য-নতুন ফিচার নিয়ে আসছে। এবারও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। যা নাম ‘সিম কার্ড বাইন্ডিং ফিচার’। এই ফিচার ব্যবহার করতে নতুন ইমো ব্যবহারকারীদের নিজস্ব সিম কার্ড নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, সাইবার নিরাপত্তার জোরদারের অংশ হিসেবে ইমো ব্যবহারকারীদের দুই স্তরের ভেরিফিকেশন ব্যবহারের ক্রমাগত উৎসাহিত করে যাচ্ছে। এ ছাড়াও ব্যবহারকারীরা যেনো অপরিচিত ব্যক্তিদের সাথে ওটিপি (ওয়ান টাইপ পাসওয়ার্ড) শেয়ার না করেন, এ নিয়েও ইমোর পক্ষ থেকে ব্যবহারকারীদের ধারাবাহিকভাবে সচেতন করা হচ্ছে।

বিশেষ করে, অন্য কোনো ডিভাইস থেকে লগইন করার ক্ষেত্রে দুই স্তরের ভেরিফিকেশন প্রক্রিয়া আরেকটি অতিরিক্ত নিরাপত্তার স্তরের মধ্য দিয়ে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে আরও বেশি নিরাপদ রাখতে সহায়তা করে।পাশাপাশি এই নিরাপত্তাকে আরও বেশি জোরদার করতে তাদের ওটিপি ব্যক্তিগত রাখতে বলা হয়।

অপরিচিত কারও সাথে ওটিপি শেয়ার করাকে প্রোফাইল হ্যাক হওয়ার পেছনে প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়। তাই কারও সাথে কখনই নিজের ওটিপি শেয়ার করা যাবে না। ইমো অ্যাকাউন্ট নিরাপদ ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে ডিভাইস ম্যানেজমেন্ট ও মাল্টি-ডিভাইস ম্যানেজমেন্ট ফিচার চালু করতে হবে।

এতে করে কোনো কোনো ডিভাইসে অ্যাকাউন্টটি ব্যবহৃত হচ্ছে তা বুঝতে পারবেন ব্যবহারকারী এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগ পাবেন, যা ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নিজের নিয়ন্ত্রণে অ্যাকাউন্ট ব্যবহারে ভূমিকা রাখবে।এদিকে যারা ইতোমধ্যে ইমো ব্যবহার করছে তারা চাইলে সহজে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এটি চালু করতে সিকিউরিটি অপশনে যেতে হবে।

ফিচারটি চালু করলেই ওই নির্দিষ্ট সিম কার্ড নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে অন্য কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এমনকি ওটিপি শেয়ার করে হ্যাক করাও এখন অসম্ভব হয়ে পড়বে।এই ফিচারের মধ্য দিয়ে অন্য যে কোনো ডিভাইস থেকে তাদের অন্য অ্যাকাউন্টে লগইন করার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী এই ফিচার এনাবল বা ডিজ্যাবল করে রাখারও সুযোগ পাবেন। ইমো জানিয়েছে, এমন আরও অনেক ফিচার তারা সামনে নিয়ে আসবে। যেমন তারা খুব শিগগিরই ‘পাসকিস ফিচার’ অপশন চালু করতে যাচ্ছে।

আরও খবর

Sponsered content