বিনোদন

আমি মোটেও সেলফিশ মানুষ না বললেন পরীমণি

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন পরীমণি। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। সোশ্যালে সে খবর জানিয়েছিলেন নিজেই। হাসপাতালের বিছানায় একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে তার খুনসুটির মুহূর্তও পোস্ট করেছিলেন। নায়িকার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। সন্তানকে বুকে জড়িয়ে আরও দুটি ছবি পোস্ট করে এবার লিখলেন অন্যরকম অনুভূতি আর অভিজ্ঞতার কথা।

রাজ্যর সঙ্গে ছবি শেয়ার করে পরী লিখেন, ‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোট খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্খী বা কাছের মানুষ চিনতে পারবেন না।পরী আরও লেখেন, ‘একটা সময় অনেকের মতো আমারও মনে হতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারো নাই। ‘এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা।

আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয় আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।‘যে যেমন আমি তেমন’ হওয়ার চেষ্টা করছেন জানিয়ে পরী আরো বলেন, ‘আমি মোটেও সেলফিশ ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করছি।

এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।চলতি মাসেই ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমাটিতে পরীমণির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন। এটি পরিচালনা করছেন রেজা ঘটক।